তাড়াশে পুলিশ–আ.লীগের বাধায় বিএনপির সমাবেশ পণ্ড, রায়গঞ্জে সম্পন্ন
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ পুলিশের পাশাপাশি আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের বাধায় পণ্ড হয়েছে। অন্যদিকে জেলার রায়গঞ্জ উপজেলায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছে দলটি।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার সকাল ১০টার দিকে তাড়াশ উপজেলা সদরে মহুরী অফিস চত্বরে উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় তাড়াশ থানা-পুলিশ, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। একপর্যায়ে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে সমাবেশ পণ্ড করে দেয়।
তাড়াশ বিএনপির সভাপতি স ম আফসার আলী প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তি দাবি ও লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা এসে বাধা দিয়ে সমাবেশ পণ্ড করে দেয়।’
তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার জানান, বিএনপির লোকজন জড়ো হয়ে সড়কে বিশৃঙ্খলার সৃষ্টি করেন। এ সময় আওয়ামী লীগের লোকজন গিয়ে তাঁদের প্রতিহত করেন। তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বলেন, বিএনপির লোকজনের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের বিক্ষোভ সমাবেশ পণ্ড করে দিয়েছেন।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক প্রথম আলোকে বলেন, বিএনপির কর্মসূচির কোনো অনুমতি ছিল না। তারা থানা-পুলিশকে না জানিয়ে আয়োজন করায় পুলিশ গিয়ে তাদের বিক্ষোভ মিছিল পণ্ড করে দেয়।
একই দাবিতে রায়গঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ধানগড়ায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে আয়োজিত কর্মসূচিতে অংশ নেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল বাতেন শেখ; যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম ভূঁইয়া, শামসুল ইসলাম, আইনুল হক; সদস্যসচিব আবুল কালাম আজাদ; পৌর বিএনপির সভাপতি হাতেম আলী; সাধারণ সম্পাদক রাশেদুল হাসান; সাংগঠনিক সম্পাদক মহব্বত আলী প্রমুখ। মিছিলটি উপজেলা সদরের ধানগড়া এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।