তিন তরুণ নিখোঁজের ঘটনায় মানব পাচারের মামলা, ফরিদপুরে বাবা–ছেলে গ্রেপ্তার
মানব পাচার চক্রের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে নৌকায় সাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার পথে নিখোঁজ হন ফরিদপুরের তিন তরুণ। এ ঘটনায় ফরিদপুরের নগরকান্দা থানায় একটি মামলা হয়েছে। পুলিশ ওই মামলার দুই আসামি বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার কাইচাইল ইউনিয়নের ছোট নাওডুবি গ্রামে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাওডুবি গ্রামের মৃত মানিক মাতুব্বরের ছেলে হান্নান মাতুব্বর (৫৫) ও তাঁর ছেলে তুহিন মাতুব্বর (২৬)। আজ রোববার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) পীযূষ কান্তি দে এ তথ্য জানান।
পীযূষ কান্তি দে বলেন, তিন তরুণ নিখোঁজ হওয়ার ঘটনায় উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের মৃত হোসেন মাতুব্বরের ছেলে ফারুক মাতুব্বর মোট ১০ জনকে আসামি করে গতকাল রাতে মানব পাচার আইনে একটি মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মামলার ১০ আসামি হলেন কাইচাইল ইউনিয়নের ছোট নাওডুবি গ্রামের হান্নান মাতুব্বরের ছেলে মো. শাহিন মাতুব্বর (৩৫) ও তুহিন মাতুব্বর (২৬), মৃত শামছুদ্দিন মাতুব্বরের ছেলে ইলিয়াছ মাতুব্বর (৪০) ও শওকত মাতুব্বর (২৫), চানু মাতুব্বরের ছেলে রাসেল মাতুব্বর (৩৫) ও সোহেল মাতুব্বর (২৭), মৃত মানিক মাতুব্বরের ছেলে ওবায়দুর মাতুব্বর (৪৫), হান্নান মাতুব্বর (৫৫) ও চানু মাতুব্বর (৫০) এবং চানু মাতুব্বরের স্ত্রী নাছি বেগম (৪৫)।
দালালের মাধ্যমে নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়ার সময় নিখোঁজ হন তিন তরুণ। নিখোঁজ ওই তিন তরুণ হলেন বাবুর কাইচাইল গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফয়সাল মাতুব্বর (১৯), ইউনুস শেখের ছেলে সামিউল শেখ (২১) ও মাজেদ মিয়ার ছেলে নাজমুল মিয়া (২২)।
নিখোঁজ তরুণদের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লিবিয়া হয়ে সমুদ্রপথে ইতালিতে যাওয়ার জন্য তাঁরা গত বছরের ১৭ ডিসেম্বর বাড়ি থেকে বের হন। গত ২৭ জানুয়ারি তাঁরা লিবিয়ায় পৌঁছান। সেখান থেকে ওই দিন তাঁরা মুঠোফোনে তাঁদের মা–বাবার সঙ্গে কথা বলেন। এরপর নানা চেষ্টা করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। এরপর গতকাল ওই তিন তরুণের খোঁজ না পেয়ে নগরকান্দা থানায় মামলা করেন নিখোঁজ ফয়সাল মাতুব্বরের বাবা ফারুক মাতুব্বর। উল্লেখ্য, আজ প্রথম আলোতে ‘ইতালি যাওয়ার পথে তিন তরুণ নিখোঁজ’ শিরোনামে একটি খবরও প্রকাশিত হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পীযূষ কান্তি দে প্রথম আলোকে বলেন, আজ গ্রেপ্তার দুই আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার তাঁদের সাত দিন করে রিমান্ডের আবেদন জানানো হবে।