দরজা খুলতেই নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা, আহত বোন-দুলাভাই

কুপিয়ে হত্যা
প্রতীকী ছবি

খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঘরের দরজা খোলামাত্রই এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে আহত হয়েছেন নিহত নারীর বড় বোন ও দুলাভাই। আজ সোমবার ভোররাত চারটার দিকে বাটিয়াঘাটা সদর ইউনিয়নের হাটবাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তিলোত্তমা মণ্ডল (৪০)। তিনি একই উপজেলার বিত্তশলুয়া গ্রামের মহেন্দ্র মণ্ডলের মেয়ে। আহত হয়েছেন তিলোত্তমার বড় বোন দীপিকা মিস্ত্রি (৪৫) ও দুলাভাই প্রকাশ মিস্ত্রি (৫৮)।

স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিলোত্তমা বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। রাতে সবাই ঘুমিয়ে পড়লে গভীর রাতে দুর্বৃত্তরা এসে দরজায় কড়া নাড়ে। এ সময় দরজা খুলতেই দা দিয়ে তিলোত্তমাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। দায়ের কোপে ঘটনাস্থলেই তিলোত্তমা মারা যান। আহত হন তাঁর বোন ও দুলাভাই। তাঁরা দুজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত প্রকাশ মিস্ত্রির বরাত দিয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জালাল বলেন, সৎভাইয়ের সঙ্গে জমিজমা নিয়ে দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।