দলে অনুপ্রবেশকারী ঠেকানোর আহ্বান সিলেট মহানগর আ.লীগ নেতাদের
আগামীতে যেসব নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সবাইকে সম্মিলিত ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এ ছাড়া দলকে সুসংগঠিত করতে অনুপ্রবেশকারীদের ঠেকাতে হবে। আজ শনিবার বেলা ১১টার দিকে সিলেট নগরের মির্জাজাঙ্গাল এলাকায় সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় এসব কথা বলেন সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ।
মাসুক উদ্দিন আহমেদ বলেন, আগামী নির্বাচনগুলোতে বিজয়ী হতে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করতে হবে। ওয়ার্ড কমিটিগুলোকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। মেয়াদ শেষ হওয়া ওয়ার্ড কমিটিগুলোর সম্মেলন যত দ্রুত সম্ভব সম্পন্ন করে কমিটিগুলো নতুন করে ঢেলে সাজাতে হবে। কমিটি গঠনের সময় খেয়াল রাখতে হবে যাতে অনুপ্রবেশকারীরা সুযোগ না পায়। দলে ঢুকে তারা সুযোগ-সুবিধা নিয়ে বিতর্কিত কর্মকাণ্ড করে দলকে প্রশ্নের সম্মুখীন করে। সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
সভা সঞ্চালন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। সভায় আগামী ১১ মার্চ কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে একটি বর্ধিত সভা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বক্তব্য দেন সংগঠনের সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আবদুল খালিক, জি এ জেড কয়েছ গাজী, ফয়জুল আনোয়ার আলাওর, প্রদীপ কুমার ভট্টাচার্য, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক তপন মিত্র, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ, সদস্য আজম খান, আবদুল আজিম, সুদীপ দে, মহসিন চৌধুরী।