ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কাভার্ডভ্যান চালক আবদুর রহিম প্রথম আলোকে বলেন, ঈদের আগে কাজ বন্ধ রাখলে বা রাতে সংস্কারকাজ করলে এমন ভোগান্তির মধ্যে পড়তে হতো না।
কুমিল্লাগামী একটি অ্যাম্বুলেন্সের চালক নবীর হোসেন দুপুরে প্রথম আলোকে বলেন, দাউদকান্দির মেঘনা গোমতী সেতু এলাকা থেকে শহীদনগর পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়কে চলাচলে স্বাভাবিকভাবে পাঁচ মিনিটের মতো সময় লাগে। সড়ক সংস্কারের কারণে তীব্র যানজটে আটকা পড়ে পাঁচ মিনিটের পথ যেতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লেগেছে। কুমিল্লাগামী একটি বাসের চালক রবিউল ইসলাম বলেন, সড়কের সংস্কারকাজের জন্য পথে পথেই যানজট।
এদিকে উল্টো পথে যান চলাচল করতে গিয়ে মহাসড়কের বারপাড়ায় ঢাকাগামী একটি মাইক্রোবাস অজ্ঞাত এক পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল হক প্রথম আলোকে বলেন, যানজটের কারণে সংস্কারকাজ আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে।