দাউদকান্দিতে ফেসবুক স্ট্যাটাস নিয়ে উত্তেজনা, যুবক গুলিবিদ্ধ
ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উত্তেজনার একপর্যায়ে ইব্রাহীম সরকার (২৫) নামের এক যুবক (সাবেক চেয়ারম্যান লোকমান হোসেনের সমর্থক) গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কুশিয়ারা বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইলিয়টগঞ্জ উত্তর ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন প্রধান ও সাবেক চেয়ারম্যান লোকমান হোসেনের সমর্থকদের মধ্যে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করে কুশিয়ারা বাজারে উত্তেজনা সৃষ্টি হয়। কথা-কাটাকাটি একপর্যায়ে মিছিলের মতো আওয়াজ শুরু হয়। এ সময় দুজন অস্ত্রধারী এসে সিংগুলা গ্রামের বাসিন্দা প্রবাসী ইব্রাহীম সরকারকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ইব্রাহীম সরকারকে উদ্ধার করে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া নাসরিন বলেন, ইব্রাহীম সরকারের পেছনের দিকে গুলি লেগেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, গুলিবিদ্ধের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওই ঘটনার পর থেকে পুলিশ সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছে বলে জানান কুমিল্লার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা।
নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. জসিম উদ্দিন প্রধান বলেন, তিনি কয়েক দিন ধরে ঢাকায় আছেন। কেউ এই ঘটনা ঘটিয়ে তাঁকে ও তাঁর ভাতিজাদের দোষারোপ করছে। একটি পক্ষ তাঁকে মেরে ফেলার চেষ্টাও চালিয়ে যাচ্ছে।
এ বিষয়ে সাবেক ইউপি চেয়ারম্যান লোকমান হোসেনের বক্তব্য নিতে তাঁর মুঠোফোনে কয়েকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) মো. সাইফুল ইসলাম বলেন, নৌকা প্রতীকের পক্ষে-বিপক্ষে ফেসবুকে স্ট্যাটাসকে কেন্দ্র করেই এমন ঘটনা ঘটেছে।