দাম বাড়ানোর দাবিতে সিলেটে মাংস ব্যবসায়ীদের ধর্মঘট

ধর্মঘটের ডাক দিয়ে সিলেট নগরীর গরুর ও খাসির মাংসের দোকানগুলো বন্ধ রেখেছেন মাংস ব্যবসায়ীরা
ছবি: প্রথম আলো

গরু ও খাসির মাংসের দাম অন্যান্য সিটি করপোরেশনের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণের দাবিতে সিলেট মহানগরীতে ধর্মঘট পালন করছেন মাংস ব্যবসায়ীরা। বুধবার রাতে সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির নেতারা জরুরি বৈঠকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সে অনুযায়ী আজ বৃহস্পতিবার সকাল থেকে মাংস ব্যবসায়ীরা ধর্মঘট পালন করছেন।

ধর্মঘটের কারণে আজ সকাল থেকে সিলেট নগরের গরু ও খাসির মাংসের দোকানপাট বন্ধ থাকতে দেখা গেছে। নগরের লালবাজার, রিকাবীবাজার, মিরাবাজার এলাকার কোথাও কোনো মাংসের দোকান খোলা পাওয়া যায়নি। গরু ও খাসির মাংস কিনতে আসা ক্রেতারা উপায় না পেয়ে মুরগির মাংস নিয়ে ফিরছেন।

সিলেট মহানগর মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালিক বলেন, সিলেট সিটি করপোরেশন কর্তৃপক্ষ মহানগরী এলাকায় গরুর মাংস ৬০০ ও ছাগলের মাংস ৮৫০ টাকা নির্ধারিত করে দিয়েছে। কিন্তু মাংস ব্যবসায়ীরা যে দামে গরু, খাসি কিংবা ছাগল কেনেন, তাতে সিটি করপোরেশনের নির্ধারিত দামে বিক্রয় করা হলে লোকসান গুনতে হবে। বিষয়টি সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করা হলেও দেখবেন বলে জানান। পরে আর কোনো ব্যবস্থা নেননি। ফলে ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে।

নগরের লালবাজার এলাকার মাংস ব্যবসায়ী আল আমিন বলেন, সিলেট সিটি করপোরেশনের তুলনায় অন্য সিটি করপোরেশনগুলোতে বেশি দামে মাংস বিক্রি হয়। এতে সিলেট থেকে ওই এলাকার ব্যবসায়ীরা গরু ও খাসি নিয়ে যান। এ কারণে সিলেটের যাঁরা মাংস ব্যবসায়ী রয়েছেন, তাঁরা ব্যবসায় টিকে থাকতে পারছেন না। বিষয়টি সিটি করপোরেশনের মেয়রকে অবহিত করলেও তিনি এ ব্যাপারে কোনো উদ্যোগ নেননি।

আল আমিন আরও বলেন, দেশের সব সিটি করপোরেশনে একই দামে মাংস বিক্রি হলে এমন সমস্যার সম্মুখীন হতে হতো না। যদি অন্য সিটি করপোরেশনগুলোতে মাংসের দাম কমে বিক্রি করা হয়, তবে সিলেটেও সেটি কমিয়ে বিক্রি করা সম্ভব। তা না হলে সিলেটের ব্যবসায়ীদের টিকে থাকা সম্ভব হবে না।

সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক কুমার রায় চৌধুরী বলেন, সম্প্রতি সিলেটের মাংস ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে দাম নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এ নিয়ে ধর্মঘটের বিষয়টি তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।