দিনাজপুরে ট্রাকের চাকায় প্রাণ গেল শিক্ষার্থীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুর সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় নাহিদ হাসান নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দিনাজপুর-দশমাইল মহাসড়কের কোম্পানি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে নাহিদের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।  

নাহিদ হাসান সরকারি পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র। সে সদর উপজেলার ফুলতলা বাজার এলাকার ফরিদুল ইসলামের ছেলে।

স্থানীয় লোকজন জানান, স্কুল ছুটির পর নাহিদসহ তিন বন্ধু পৃথক তিনটি সাইকেলে বাড়ি ফিরছিল। কোম্পানি মোড়ে পৌঁছানোর পর একটি মালবোঝাই ট্রাক নাহিদের সাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে নাহিদ রাস্তায় ছিটকে পড়ে। এতে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নাহিদের মৃত্যু হয়।

এ ঘটনার পর নাহিদের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। প্রায় এক ঘণ্টা তারা দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক পালিয়ে গেছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।