দিনাজপুরের চিরিরবন্দরে নিয়ন্ত্রণ হারিয়ে মালবোঝাই ট্রাক্টরটি কোচিং সেন্টারে ঢুকে পড়ে। আজ উপজেলার খুনিয়া দিঘী মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খুনিয়া দিঘী মোড় এলাকায় একটি মালবাহী ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কোচিং সেন্টারের কক্ষে ঢুকে যায়। এতে ট্রাক্টরচালক ও কোচিং সেন্টারের তিন শিক্ষার্থী আহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যক্তিরা তিন ঘণ্টা দিনাজপুর-চিরিরবন্দর সড়ক অবরোধ করে রাখেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত তিন শিক্ষার্থী হলো নাঈম (১৪), শাকিল (১৪) ও ফুয়াদ (১৪)। তারা সবাই উপজেলার উত্তর ভোলানাথপুর গ্রামের বাসিন্দা। আহত অপরজন ট্রাক্টরচালক সুদন (৪০)। তিনি একই উপজেলার ছোট বাউর এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল নয়টায় চিরিরবন্দর থেকে ইটবোঝাই একটি ট্রাক্টর দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুনিয়া দিঘী মোড়ের পাশে রেনেসাঁ কোচিং সেন্টারের টিনের ঘরে ঢুকে যায় ওই ট্রাক্টর। এ সময় কোচিং সেন্টারের কয়েকজন শিক্ষার্থী আহত হয়। স্থানীয় ব্যক্তিরা দ্রুত তাদের উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ জানান, এ ঘটনায় রেনেসাঁ কোচিং সেন্টারের পরিচালক মোস্তাফিজুর রহমান একটি মামলা করার প্রস্তুতি নিয়েছেন। ইটবোঝাই ট্রাক্টর ও মোটরসাইকেল দুটি থানায় আছে। স্থানীয় ব্যক্তিরা কিছুক্ষণ সড়ক অবরোধ করে রেখেছিলেন। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে তাঁরা অবরোধ তুলে নেন।