ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছেন, আজ উপজেলার হাচিনসনপুর ও কবাখালী মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তামাক চুল্লিতে কাঠ পোড়ানোর দায়ে মো. নূরুল আবসারকে ২৫ হাজার, মো. ইউনুস মিয়াকে ২৫ হাজার, মো. জয়নাল আবেদীনকে ১০ হাজার ও মো. দেলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা কৃষি কার্যালয়ের পরিসংখ্যানের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা সুপন চাকমা প্রথম আলোকে বলেন, এ বছর উপজেলায় ৪১৫ হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। প্রতি হেক্টর জমির তামাক শোধনে একটি চুল্লির প্রয়োজন হয়। সে হিসাবে উপজেলার বিভিন্ন এলাকায় চার শতাধিক তামাক চুল্লি রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও ফাহমিদা মুস্তফা প্রথম আলোকে বলেন, আজ দুপুরে ৪টি তামাক চুল্লিতে অভিযান চালিয়ে ৪ চাষিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ৪টি পৃথক মামলায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলবে।