সিলেটে রেললাইনের পাশ থেকে দুই দিন আগে এক তরুণের পা থেকে গলা পর্যন্ত খণ্ডিত দেহ উদ্ধার হওয়ার পর এবার একটি বিচ্ছিন্ন মাথা উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মোমিনছড়া চা–বাগানের পাশের একটি জমি থেকে থেঁতলানো অবস্থায় বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, উদ্ধার হওয়া মাথা নয়ন দেবনাথ নামের তরুণের।
এর আগে গত শুক্রবার দুপুরে সিলেটের ফেঞ্চুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকার মোমিনছড়া বাগানসংলগ্ন রেললাইনের পাশ থেকে মাথা ও বাম হাত ছাড়া নয়ন দেবনাথের খণ্ডিত লাশ উদ্ধার করা হয়েছিল।
নিহত নয়ন দেবনাথ (১৮) কুমিল্লার দৌলতপুর গ্রামের দিলীপ চন্দ্র দেবনাথের ছেলে। তিনি ফেঞ্চুগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন।
এ ঘটনায় নিহত নয়নের বাবা দিলীপ চন্দ্র দেবনাথ বাদী হয়ে শুক্রবার রাতে সিলেট রেলওয়ে থানায় মামলা করেন। ওই মামলায় নয়ন দেবনাথের কর্মস্থল ফেঞ্চুগঞ্জ বাজারের উপমা ফ্যাশন হাউসের মালিকের ভাই দুর্জয় দেবনাথকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন বলেন, উদ্ধার হওয়া মাথাটি থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে, এটি নয়ন দেবনাথের। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিচ্ছিন্ন মাথাটি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে সংরক্ষণ করা হয়েছে। নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠানো হবে। এ ছাড়া উদ্ধার হওয়া বিচ্ছিন্ন মাথা ও খণ্ডিত দেহ মিলিয়ে দেখা হচ্ছে।
ওসি আরও বলেন, গ্রেপ্তার দুর্জয় দেবনাথকে গতকাল রোববার আদালতে পাঠিয়ে তাঁর সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। আজ ওই রিমান্ড শুনানি হওয়ার কথা।