default-image

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে রুহুল আমিন (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাঁচদোনা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের শেখেরচর গ্রামের বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রুহুল আমিন পাঁচদোনায় বাজার করতে এসেছিলেন। বাজার করে সেসব নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। এ সময় উল্টো দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেল এসে তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রুহুল তাঁর মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ছিটকে পড়েন। ঠিক ওই সময় পেছন থেকে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রাক তাঁকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

মাধবদী থানার উপপরিদর্শক তানভীর আহমেদ বলেন, রুহুল আমিনকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় মাধবদীর একটি সিএনজি স্টেশনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। তবে চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন