দুমকিতে বিএনপি–আ.লীগ সংঘর্ষ, পুলিশসহ আহত ৪০

দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আজ সকালে উপজেলা বিএনপির কার্যালয় এলাকায়
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দুমকি উপজেলায় বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এতে বিএনপির বিক্ষোভ সমাবেশ পণ্ড হয়ে গেছে।

এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পুলিশসহ উভয় পক্ষের অন্তত ৪০ নেতা–কর্মী আহত হয়েছেন। সংঘর্ষের সময় আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে আজ সকালে উপজেলা বিএনপি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল। সমাবেশে যোগ দিতে সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতা–কমীরা দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন। সকাল সাড়ে ১০টার দিকে বিএনপি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় হঠাৎ করে বিপরীত দিক থেকে উপজেলা যুবলীগের ব্যানারে একটি মিছিল বিভিন্ন স্লোগান দিয়ে ওই এলাকায় আসে। বিএনপির নেতা–কর্মীদের ভাষ্য, ওই মিছিল থেকে যুবলীগের নেতা–কর্মী ও ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

এতে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় দুই পক্ষই বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে বিএনপি কার্যালয় ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাব ভাঙচুর করা হয়। এ ঘটনায় একজন পুলিশ কনস্টেবলসহ দুই পক্ষের অন্তত ৪০ জন আহত হন।

সংঘর্ষের সময় আওয়ামী লীগের নেতা–কর্মীদের বিরুদ্ধে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে
ছবি: সংগৃহীত

আহত ব্যক্তিদের মধ্যে বিএনপির আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক জাহিদ হাওলাদার, ফারুক হাওলাদার, যুবদলের সদস্যসচিব রিপন শরীফ, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম হাওলাদার, শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমানকে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিএনপির খলিলুর রহমান অভিযোগ করে বলেন, বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল। এই কর্মসূচি বানচাল করতেই আওয়ামী লীগ-যুবলীগের নেতা–কমীরা বিভিন্ন স্লোগান দিয়ে তাঁদের মিছিলে হামলা চালিয়েছেন। এ সময় তাঁদের দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনায় বিএনপির অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, সারা দেশে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে যুবলীগ মিছিল বের করেছিল। বিএনপির সন্ত্রাসীরা ওই মিছিলে হামলা করেছিলেন। এতে তাঁদের অন্তত ১০ জন কমী–সমর্থক আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুস সালাম বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহত পুলিশ সদস্য দেলোয়ার হোসেনকে প্রাথমিক চিকিৎসার পর বরিশালের শেরে–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।