দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে: জি এম কাদের
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আন্তর্জাতিক সমস্যায় পরিণত হয়েছে, যা দেশের মানুষের জন্য কলঙ্কজনক হয়ে দাঁড়িয়েছে।’ আজ বুধবার বিকেলে লালমনিরহাট শহরে নিজ বাসভবনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লালমনিরহাট-৩ (সদর) আসনের সাংসদ ও সাবেক মন্ত্রী জি এম কাদের বলেন, ‘ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে বিএনপির শাসনামলে, সে সময় ক্রসফায়ার করে বিভিন্ন স্থানে লোক মারা শুরু হয়েছিল। তখন আওয়ামী লীগসহ আমরা সবাই এর সমালোচনা করেছি। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখ ছিল, ভবিষ্যতে এটা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে সেই অঙ্গীকার রক্ষা করেনি। বরং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিএনপির তুলনায় আরও বাড়িয়েছে।’
জি এম কাদের বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয় পার্টির একটি সম্ভাবনা দেখা দিয়েছে। এটা শুধু বৃহত্তর রংপুর অঞ্চলের লালমনিরহাট বা কুড়িগ্রামে নয়; বরং সারা দেশেই দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা যেখানেই রাজনৈতিক সভা-সমাবেশ করছি, সেখানেই দেখছি, আমাদের দলের নেতা-কর্মী ও সমর্থকদের পাশাপাশি আওয়ামী লীগ ও বিএনপির অনেকে আমাদের কথা শুনতে ও বুঝতে আসছেন।’
জাতীয় পার্টির এই নেতা বলেন, বিএনপির শাসনামলে যে অনিয়ম ও দুর্নীতির সূচনা হয়েছিল, তা আওয়ামী লীগ শাসনামলে কমেনি; বরং বেড়ে গেছে। দেশের মানুষ এর থেকে বাঁচতে রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টিকে সমর্থন করছে এবং আস্থায় নিয়েছে।
সভায় লালমনিরহাট জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির আহ্বায়ক শেরিফা কাদের, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্যসচিব জাহিদ হাসান, লালমনিরহাট সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম কোষাধ্যক্ষ আবু তৈয়ব ও কেন্দ্রীয় কমিটির সদস্য এলাহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।