দোহারে নিখোঁজ দুই যুবকের সন্ধান চেয়ে মানববন্ধন
ঢাকার দোহার উপজেলার ঘাটা গ্রামের নিখোঁজ দুই যুবক সাইদুল মৃধা (২৫) ও মো. সোহেলের (২৭) সন্ধান চেয়ে মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার সকালে দোহার উপজেলা পরিষদ চত্বরে নিখোঁজ দুই যুবকের পরিবারের সদস্যসহ এলাকাবাসী মানববন্ধন করেন।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, চলতি বছরের ২০ এপ্রিল সাইদুল ও প্রতিবেশী সোহেলকে সুতারপাড়া গ্রামের বাসিন্দা চঞ্চল মোল্লা ও সাজ্জাদ মোল্লা কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তাঁরা দুজন নিখোঁজ।
মানববন্ধনে নিখোঁজ সাইদুলের বাবা বাবুল মৃধা বলেন, ‘দীর্ঘ ছয় মাসেও সাইদুল ও সোহেলের কোনো খোঁজ পাইনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৩ এপ্রিল সাইদুলের মা রাজিয়া বেগম দোহার থানায় সাধারণ ডায়েরি করেন। পরবর্তী সময়ে এ ঘটনায় ৫ সেপ্টেম্বর সাইদুলের মা বাদী হয়ে সাজ্জাদ মোল্লা ও চঞ্চল মোল্লাকে আসামি করে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও দোহার আমলি আদালতে মামলা করেন।’ তিনি আরও বলেন, ‘আমার ছেলে সাইদুল ও প্রতিবেশী সোহেলের সন্ধান চাই। এ ঘটনায় মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, দুই যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় মামলা হয়েছে। নিখোঁজ দুই যুবকের সন্ধান পেতে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তদন্ত করছেন।