দৌলতদিয়ায় ফেরি কম, গাড়ির চাপে যানজট
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরিস্বল্পতা আর পদ্মার তীব্র স্রোতে ফেরি চলাচল অনেকটা ব্যাহত হচ্ছে। পাশাপাশি বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ভারী যানবাহন পারাপারে নিষেধাজ্ঞার কারণে এ রুটের অধিকাংশ গাড়ি দৌলতদিয়া-পাটুরিয়া রুট ব্যবহার করায় অতিরিক্ত গাড়ির চাপ পড়েছে দৌলতদিয়া ঘাট এলাকায়।
গতকাল বুধবার থেকে বিধিনিষেধ শিথিল করায় ঘাটে গণপরিবহনের চাপ বেড়েছে। আজ সকাল সাড়ে ৬টা থেকে ১০টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারিজের সামনে প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়েছে।
এদিকে ফেরিঘাট থেকে মহাসড়কের গোয়ালন্দ ফিড মিল পর্যন্ত পাঁচ কিলোমিটারজুড়ে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। এ সময় ঢাকামুখী কয়েক শ গাড়ি ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল। এদিকে গোয়ালন্দ উপজেলা পরিষদ মাঠ চত্বরসংলগ্ন বিআইডব্লিউটিসির ওয়ে স্কেলের সামনের আরও এক কিলোমিটারের বেশি সড়কজুড়ে পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার পেছনে গোয়ালন্দ মোড় আহ্লাদীপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কেও তিন কিলোমিটার এলাকায় পণ্যবাহী গাড়ির জট আছে। রাস্তায় দাঁড়িয়ে থাকা অধিকাংশ গাড়িই গত মঙ্গলবার এসেছে। ঘাটে চাপ থাকায় এখান থেকে থেমে থেমে গাড়ি ছাড়া হচ্ছে।
ট্রাকচালক তোফাজ্জল হোসেন বলেন, মঙ্গলবার বিকেলে খুলনা থেকে রওনা দিয়ে সন্ধ্যায় গোয়ালন্দ মোড়ে পৌঁছানোর পর ট্রাফিক পুলিশ তাঁকে আটকে দেন। পরের দিন বুধবার দুপুরে ঘাটের দিকে কিছুটা এগিয়ে গেলেও সারা দিন লাইনে আটকে থাকতে হয়। তিনি বলেন, গণপরিবহন চালু হওয়ায় অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন আগে ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে। আবার বাংলাবাজার-শিমুলিয়া রুটে ভারী পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ আছে। ফলে দুই দিন ধরে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের দুই পাশে গর্ত করে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উন্নয়নকাজ চলছে। এতে মহাসড়ক সংকুচিত হয়ে যানজট আরও বেড়ে গেছে। এ সময় ট্রাফিক পুলিশের পাশাপাশি বাধ্য হয়ে যানবাহনের চালক ও যাত্রীদের নেমে যানজট নিয়ন্ত্রণে কাজ করতে দেখা দেয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার ঢাকাগামী পরিবহনও ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছে। বিপরীত দিকেও গাড়ির চাপ থাকায় ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী অনেক গণপরিবহন পাটুরিয়া ঘাটে আটকা পড়েছে।
পদ্মায় স্রোতের কারণে ফেরি পারাপারে আগের চেয়ে প্রায় ১৫ মিনিটের মতো বেশি সময় লাগছে। প্রয়োজনের তুলনায় ফেরিস্বল্পতাও রয়েছে।জামাল হোসেন, ব্যবস্থাপক, বিআইডব্লিউটিসি, দৌলতদিয়া
সাতক্ষীরাগামী একটি বাসের চালক তরিকুল ইসলাম বলেন, বুধবার রাত দেড়টার দিকে পাটুরিয়া ঘাটে এসে যানজটে পড়েন। এরপর আজ সকাল সাড়ে ছয়টার দিকে ফেরিতে ওঠেন তিনি। নদী পার হয়ে আসার পর আবার ঘণ্টাখানেক ধরে যানজটে আটকে আছেন বলে জানান।
এ সময় সেখানে কর্তব্যরত ট্রাফিক পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, পদ্মা নদীতে এখন স্রোত বেড়ে গেছে। পাশাপাশি ফেরিস্বল্পতার কারণে ঘাটে চাপ পড়েছে। সেই সঙ্গে অন্য রুটের গাড়িও এই রুটে আসছে। সব মিলিয়ে এই যানজট তৈরি হয়েছে। তবে একা একা এই যানজট সামাল দেওয়া বেশ কষ্টকর বলে জানান তিনি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, পদ্মায় স্রোতের কারণে ফেরি পারাপারে আগের চেয়ে প্রায় ১৫ মিনিটের মতো বেশি সময় লাগছে। প্রয়োজনের তুলনায় ফেরিস্বল্পতাও রয়েছে। বর্তমানে এই রুটে ১৪টি ফেরি চলছে। তবে আজ থেকে বহরে আরেকটি বড় ফেরি যুক্ত হওয়ার কথা।