দৌলতপুর উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুরোনোরাই

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য দেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। মঙ্গলবার বিকেলে উপজেলার সরকারি পি এস উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে সরকারি পিএস উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে সভাপতি পদে আজিজুল হক ও সাধারণ সম্পাদক পদে আবদুল কুদ্দুস আবারও নির্বাচিত হয়েছেন।

স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজিজুল হক এবং কাউন্সিলরদের ভোটে আবদুল কুদ্দুস সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এর আগে বিকেলে সম্মেলনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক। সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান।

এ ছাড়া দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আবদুস সালাম, সহসভাপতি আবদুল মজিদ, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা প্রমুখ বক্তব্য রাখেন।

প্রথম অধিবেশনে ফারুক খান বলেন, আগামী নির্বাচন হবে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে এবং স্বাধীনতার পক্ষের নির্বাচন। উন্নয়নের ধারা এগিয়ে নিতে এ নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপি-জামায়াতের বিরুদ্ধে কাজ করতে হবে।