ধরমপাশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামে পানিতে ডুবে আজ মঙ্গলবার দুপুরে আদনান নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
আদনান উপজেলার জয়শ্রী ইউনিয়নের হরিপুর গ্রামের কৃষক জুলহাস মিয়ার ছেলে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার হরিপুর গ্রামের নিজ বাড়ির উঠানে শিশু আদনান মিয়া আজ বেলা দুইটার দিকে একাকী খেলাধুলা করছিল। একপর্যায়ে সে হরিপুর গ্রাম জামে মসজিদসংলগ্ন ডোবার পানিতে পড়ে তলিয়ে যায়। খোঁজাখুঁজি করে বেলা আড়াইটার দিকে মৃত অবস্থায় শিশুটির লাশ সেখান থেকে উদ্ধার করেন তার স্বজনেরা।
স্থানীয় জয়শ্রী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী ওই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।