কুড়িগ্রামের ধরলা নদীতে ভেসে ছিল এক অজ্ঞাত যুবকের লাশ। শনিবার সকালে স্থানীয় লোকজন নদীর তীরে লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করে।
উদ্ধার হওয়া ওই যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। লাশের সঙ্গে থাকা একটি ব্যাগও উদ্ধার করেছে পুলিশ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, আঙুলের ছাপের মাধ্যমে লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। লাশের গায়ে আঘাতের চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।