ধর্মপাশায় হাওরের ধান কাটা শেষ, খুলে দেওয়া হয়েছে জলকপাট

কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্যদের উপস্থিতিতে জলকপাটটি খুলে দেওয়া হয়েছে
ছবি: প্রথম আলো

দুই দিন আগে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্রসোনার থাল হাওরের বোরো ধান কাটা শেষ হয়েছে। তাই মাছের প্রজননের জন্য এখন উপজেলার গাগলাখালী ফসল রক্ষা বাঁধসংলগ্ন চাঁনপুরের জলকপাটটি (স্লুইসগেট) খুলে দেওয়া হয়েছে।

আজ রোববার বেলা দুইটার দিকে ধর্মপাশা উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন ও পর্যবেক্ষণ কমিটির সদস্যদের উপস্থিতিতে এই জলকপাট খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আরিফুর রহমান মজুমদার, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপির চেয়ারম্যান মোকাররম হোসেন, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী ও উপজেলা কাবিটা প্রকল্প বাস্তবায়ন এবং পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব মো. ইমরান হোসেন, উপসহকারী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

ইউপির চেয়ারম্যান মোকাররম হোসেন বলেন, উপজেলার চন্দ্রসোনার থাল হাওরের ধান কাটা দুই দিন আগে শেষ হয়েছে। এখন হাওরে পানি ঢুকলেও কোনো ক্ষতি হবে না।

ইউএনও মো. মুনতাসির হাসান প্রথম আলোকে বলেন, ওই হাওরের বোরো ধান কাটা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তাই নদ-নদীর পানি হাওরের প্রবেশ করিয়ে মাছের প্রজননের জন্য জলকপাট খুলে দেওয়া হয়েছে। এতে শুধু ওই হাওরই নয়, আশপাশের কোনো হাওরের বোরো ধানের কোনো রকম ক্ষতি হবে না।