ধর্ষণ মামলায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার
পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর ছিদ্দিককে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব-৮–এর একটি দল।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৮, সিপিসি-১–এর (পটুয়াখালী ক্যাম্প) কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামি আবু বকর ছিদ্দিককে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গলাচিপার এক কলেজছাত্রীর সঙ্গে দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় আবু বকর ছিদ্দিকের। তিনি কয়েকবার ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। এতে ওই তরুণী রাজি হননি। গত ২৬ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে আবু বকর তাঁর মা–বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলে ওই তরুণীকে কলাপাড়ার ধানখালী ইউনিয়নে নিজ বাড়িতে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকায় ওই তরুণীকে ধর্ষণ করেন আবু বকর।
এ ঘটনার পর জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের সহায়তা চান ওই তরুণী। পরে রাতে আটটার দিকে কলাপাড়া থানা-পুলিশ ঘটনাস্থল থেকে তরুণীকে উদ্ধার করে।
এ ঘটনার পরদিন ওই তরুণী বাদী হয়ে ছাত্রলীগ নেতা আবু বকরকে একমাত্র আসামি করে কলাপাড়া থানায় ধর্ষণ মামলা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর কলেজছাত্রীকে দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই ছাত্রী তাঁর বাবার জিম্মায় আছেন। আর ধর্ষণ মামলার গ্রেপ্তার আসামি আবু বকরকে সোমবার আদালতে সোপর্দ করা হবে।