ধামরাইয়ে সড়কে গাছ ফেলে যানবাহনে ডাকাতি
ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের মির্জাপুর–ধামরাই লিংক রোডে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে ইউনিয়নের আনোয়ার গার্লস স্কুল মোড় এলাকার ব্রিজসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে ২০-২৫ সদস্যের একটি ডাকাত দল আনোয়ার গার্লস স্কুল মোড় এলাকার ব্রিজসংলগ্ন সড়কে দুটি বড় গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে। এ সময় তারা ওই সড়কে চলাচলকারী প্রায় ১০টি ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাস ও মুরগি বহনকারী পিকআপ আটকে ডাকাতি করে। ডাকাতেরা যানবাহনের যাত্রী ও চালকের কাছ থেকে অর্থ, মুঠোফোনসহ দামি জিনিসপত্র লুটে নেয়। এ সময় তাদের পরনে ছিল লুঙ্গি–গেঞ্জি। হাতে ছিল লোহার পাইপ, দেশি ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র ছিল। ডাকাতি শেষে তারা সড়কের পার্শ্ববর্তী ধানখেতের ভেতর দিয়ে চলে যায়। এরপর বেশির ভাগ ভুক্তভোগী নিজ উদ্যোগে সড়ক থেকে গাছের গুঁড়ি সরিয়ে গাড়ি নিয়ে চলে যান।
একপর্যায়ে মাইক্রোবাসের চালক মো. রাতুল জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল দিয়ে পুলিশকে জানান। পরে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্র থেকে মুঠোফোনে রাতুলকে জানানো হয়, ঘটনাস্থলে পুলিশের একটি দল গিয়েছিল। সকালে বিস্তারিত খোঁজ নেওয়া হবে।
মাইক্রোবাসচালক রাতুল প্রথম আলোকে বলেন, ‘একটি গাড়ির পরই আমার গাড়িটি ছিল। রাস্তার পাশ থেকে দুটি গাছ কেটে তারা রাস্তায় ফেলে রেখেছিল। ডাকাতির সময় আমি প্রথমে বাধা দিতে গেলে আমার পায়ে লোহার পাইপ দিয়ে আঘাত করা হয়।’ তিনি বলেন, ‘ডাকাতেরা আমার ১৮ হাজার টাকা নিয়ে গেছে। এভাবে অন্তত ১০টি গাড়িতে ডাকাতি করেছে তারা।’
ভুক্তভোগী যাত্রী মো. আয়নাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘চালক গাড়ির দরজা খুলতে দেরি করায় গাড়ির সামনের কাচে লোহার পাইপ দিয়ে আঘাত করে ডাকাতেরা। আমি চালককে দরজা খুলে দিতে বলি। এরপর ডাকাতেরা আমার কাছ থেকে ১০ হাজার ৭০০ টাকা নিয়ে গেছে। চালকের কাছ থেকেও টাকা নিয়ে গেছে তারা।’
কাওয়ালিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. রাসেল মোল্লা প্রথম আলোকে বলেন, ধামরাই থানার শেষ সীমানার সড়কে ডাকাতি হচ্ছে, জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন। তবে তার আগেই সেখান থেকে ডাকাতেরা সরে যায়।’ তিনি দাবি করেন, শুধু একটি গাড়ি ডাকাতদের কবলে পড়েছে। ওই গাড়ির যাত্রী ও চালকের কাছ থেকে মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেওয়ার তথ্য পেয়েছেন পুলিশ সদস্যরা।