নওগাঁয় ‘আবেদন ফরম’ বিক্রির টাকা ফেরত দিচ্ছে আ.লীগ
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের ডেকে ‘আবেদন ফরম’ বিক্রির নামে নেওয়া টাকা ফেরত দিতে শুরু করেছে নওগাঁর মান্দা উপজেলা আওয়ামী লীগ।
উপজেলার ১৪টি ইউনিয়নে দলীয় মনোনয়নপ্রত্যাশী অন্তত ৬০ জনের প্রত্যেকের কাছে ২০ হাজার ৫০০ টাকায় আবেদন ফরম বিক্রি করে স্থানীয় আওয়ামী লীগ। বিষয়টি নিয়ে রোববার ‘মান্দায় আবেদন বাণিজ্যে স্থানীয় আওয়ামী লীগ’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মণ্ডল সোমবার বিকেলে টাকা ফেরত দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দলের শীর্ষ নেতাদের নির্দেশে রোববার সন্ধ্যা থেকে দলীয় মনোনয়নপ্রত্যাশী যে নেতাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল, তাঁদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। টাকা ফেরত নেওয়ার জন্য সবাইকে বলা হয়েছে। ৬০-৬২ জনের কাছ থেকে ২০ হাজার ৫০০ টাকা করে নেওয়া হয়েছিল। সবাইকেই টাকা ফেরত দেওয়া হবে।’
উপজেলার কাঁশোপাড়া ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আবুল কাশেম বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাহিদ মোর্শেদের ব্যক্তিগত কার্যালয় থেকে ২০ হাজার ৫০০ টাকায় আবেদন ফরম কিনেছিলাম। রোববার বিকেলে সাধারণ সম্পাদকের কার্যালয় থেকে ফোন করে আবেদন ফরম বিক্রির নামে নেওয়া টাকা ফেরত নিতে বলা হয়। দুপুরে সাধারণ সম্পাদকের কার্যালয় থেকে সেই টাকা ফেরত নিয়েছি।’
‘মান্দায় আবেদন বাণিজ্যে স্থানীয় আওয়ামী লীগ’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত ওই প্রতিবেদনে মনোনয়নপ্রত্যাশীদের অভিযোগ তুলে ধরে বলা হয়, ওই আবেদন ফরম না কিনে মনোনয়ন ফরম কেনা হলে মনোনয়নপ্রত্যাশীদের পক্ষে কোনো সুপারিশ করা হবে না বলে হুমকি দেওয়া হয়। এ অবস্থায় তৃণমূল থেকে দলীয় মনোনয়ন বোর্ডের কাছে নেতিবাচক প্রতিবেদন দেওয়া হতে পারে, এমন ভয়ে সবাই বাধ্য হয়ে ওই ফরম কেনেন।
আগামী ২৮ নভেম্বর দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে মান্দার ১৪টি ইউনিয়ন ও বদলগাছি উপজেলার ৮টি ইউপিতে নির্বাচন হবে।