নওগাঁর মান্দা উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ও ভ্যানটির চালক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার শ্রীরামপুর মোড় এলাকায় নওগাঁ-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার সাবইল গ্রামের তাইজুদ্দীনের ছেলে মোটরসাইকেল আরোহী সানারুল ইসলাম (৩৫) ও রাজশাহী নগরের শাহমখদুম নতুনপাড়া এলাকার আবদুল মান্নানের ছেলে পিকআপ ভ্যানচালক শামীম হোসেন (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে নওগাঁর উদ্দেশে যাচ্ছিল মাল্টাবাহী একটি পিকআপ ভ্যান। পিকআপটি শ্রীরামপুর মোড় এলাকায় পৌঁছালে চালক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দেন। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী সানারুল ইসলাম ও পিকআপের চালক শামীম নিহত হন। পরে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করেন। এ সময় পিকআপ ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।