নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা
নওগাঁ জেলা শাখার আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করেছে বিএনপি। এ কমিটির সদস্য ছয়জন। এর মধ্যে আহ্বায়ক করা হয়েছে আবু বক্কর সিদ্দিকীকে এবং সদস্যসচিব করা হয়েছে বায়েজিদ হোসেন পলাশকে।
আজ শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিএনপির চেয়ারপারসনের নির্দেশক্রমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কমিটি অনুমোদন করেছেন। কমিটিতে অন্যদের মধ্যে যুগ্ম আহ্বায়ক হিসেবে শহিদুল ইসলাম, শেখ রেজাউল ইসলাম, আমিনুল হক ও শফিউল আজমের নাম ঘোষণা করা হয়েছে।
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে হাফিজুর রহমানকে আহ্বায়ক করে জেলা বিএনপির ৩০ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন আহ্বায়ক কমিটির ঘোষণা দেওয়া হলো। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলন আহ্বান করার দায়িত্ব দেওয়া হয়েছে।
আহ্বায়ক কমিটির সদস্যসচিব বায়েজিদ হোসেন বলেন, ‘আমরা শিগগির নতুন একটি সুন্দর কমিটি উপহার দেব। আগামী দিনে সেই কমিটি আন্দোলন-সংগ্রামে দলের জন্য ভালো ভূমিকা রাখবে।’