নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ
নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার ভোরে সাপাহার উপজেলার গোয়ালা ইউনিয়নের কৃষ্ণস্বদা সীমান্তে এ ঘটনা ঘটে।
ওই যুবকের নাম মকবুল হোসেন (৩০)। তিনি কৃষ্ণস্বদা গ্রামের আলাউদ্দিন হোসেনের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, সাত থেকে আটজনের একটি দল গতকাল শুক্রবার রাতে গরু আনতে ভারতের পান্নাওড়া এলাকায় যান। আজ ভোরে ফেরার পথে সীমান্তের ২৬৯ নম্বর প্রধান পিলারের কাছে ভারতের বামুনডাঙ্গা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের থামতে বলেন। এ সময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও বিএসএফের গুলিতে মকবুল নিহত হন। সকালে স্থানীয় লোকজন সীমান্তের কাঁটাতারের ২০-২৫ মিটার দূরে ভারতীয় অংশে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন।
নওগাঁ ১৬ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কবির হোসেন বলেন, নওগাঁর সীমান্তে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে নিহত ব্যক্তি বাংলাদেশি নাকি ভারতীয়, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। নিহত ব্যক্তি বাংলাদেশি হলে লাশ হস্তান্তরের বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।