নকল সিগারেট তৈরির অপরাধে দুই লাখ টাকা জরিমানা
নাটোরের বড়াইগ্রামে নকল সিগারেট তৈরি ও বাজারজাতকরণের অপরাধে একটি প্রতিষ্ঠানকে নগদ দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সামির টোব্যাকো লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান থেকে এ সময় দুই লাখ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে র্যাব-৫-এর সহযোগিতায় উপজেলায় কয়েন বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব নকল সিগারেট জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পরে সেগুলো ধ্বংস করা হয়। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান আল মারুফ ও মো. মেহেদী হাসান অভিযানের নেতৃত্ব দেন।
র্যাব-৫-এর সহযোগিতায় উপজেলায় কয়েন বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব নকল সিগারেট জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
হাসান আল মারুফ ও মো. মেহেদী হাসান জানান, ওই প্রতিষ্ঠানে বিপুল পরিমাণ নকল সিগারেটের শলাকা ও ব্যান্ডরোল পাওয়া যায়। পরে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫০ ধারা অনুযায়ী নকল পণ্য তৈরির অপরাধে দুই লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা আদায় করা হয়েছে।
সামির টোব্যাকো লিমিটেডে দেড় বছর আগে সিআইডির একটি দল অভিযান চালিয়ে নকল গোল্ডলিফ সিগারেট এবং সিগারেট তৈরির প্রায় আট কোটি টাকা সমমূল্যের বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছিল। তখন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি চালু হয়ে আবার নকল সিগারেট তৈরি করে বাজারজাত করছে বলে অভিযোগ পাওয়া যায়।