নদের পাড়ে পড়ে ছিল নবজাতকের লাশ
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রাবনাবাদ নদের পাড় থেকে আজ শনিবার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় লাশটি একটি লাল ওড়না দিয়ে প্যাঁচানো ছিল।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গলাচিপা পৌর শহরের রাবনাবাদ নদের খেয়াঘাটসংলগ্ন এলাকায় যাত্রীরা সকাল ১০টার দিকে লাশটি দেখতে পান। পরে তাঁরা থানা-পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় ভূমিষ্ঠ হওয়ার পরপরই রক্তমাখা অবস্থাতেই ওই মেয়ে শিশুটিকে রাবনাবাদ নদীতে ফেলে দেওয়া হয়েছে। পরে ভাসতে ভাসতে লাশটি খেয়াঘাট এলাকায় এসে পৌঁছায়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. আর. শওকত আনোয়ার ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।