নবীনগরে তিতাস নদে স্পিডবোট-নৌকা সংঘর্ষে একজনের মৃত্যু

নৌ দুর্ঘটনা
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌকার মুখোমুখি সংঘর্ষে স্পিডবোটের এক যাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মনতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রশিদ এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম আতিকুর রহমান। তিনি উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূর জাহানপুর গ্রামের বাসিন্দা।

ওসি মো. আমিনুর রশিদ বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে তিতাস নদে ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণঘাট এলাকা থেকে যাত্রীবাহী একটি স্পিডবোট নবীনগর উপজেলা সদরের উদ্দেশে রওনা হয়। নবীনগর উপজেলার মনতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত যাত্রীবাহী নৌকার সঙ্গে স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্পিডবোটের যাত্রী আতিকুর ছিটকে পড়ে পানিতে ডুবে মারা যান।

ওসি আরও বলেন, এ ঘটনায় অন্য কোনো যাত্রী আহত কিংবা নিখোঁজ হয়নি। সাঁতার না জানার কারণে পানিতে ডুবে ওই যাত্রীর মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত স্পিডবোর্ড ও ইঞ্জিনচালিত নৌকাটি আটক করা হয়েছে।