নরসিংদীতে গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার, স্বামী পলাতক
নরসিংদী সদর উপজেলার মাধবদীতে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর গ্রামের একটি ইটভাটার পাশের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী পলাতক।
নিহত ব্যক্তির নাম আছিয়া বেগম (২৮)। তিনি বালুসাইর গ্রামের ফজর আলীর স্ত্রী। ফজর আলী-আছিয়া বেগম দম্পতির তিন সন্তান রয়েছে।
নিহত ব্যক্তির প্রতিবেশীরা জানান, আছিয়া বেগমের সঙ্গে ফজর আলীর পারিবারিক কলহ লেগেই থাকত। মাদক ও জুয়ার টাকার জন্য ফজর আলী প্রায়ই তাঁর স্ত্রীকে মারধর করতেন বলে অভিযোগ রয়েছে। গতকাল রাতেও প্রতিবেশীরা তাঁদের দুজনের বাগ্বিতণ্ডার আওয়াজ পেয়েছেন।
পরে আজ সকাল সাড়ে আটটার দিকে আছিয়া বেগমের বাড়ির কাছের এক ইটভাটার পাশের জমিতে আছিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। পরে বিষয়টি মাধবদী থানা-পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থল থেকে আছিয়ার লাশ উদ্ধার করে।
জানতে চাইলে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সৈয়দুজ্জামান বলেন, আছিয়ার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল রাতে তাঁকে হত্যা করে জমিতে লাশ ফেলে রাখা হয়েছে। আছিয়ার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই আছিয়ার স্বামী ফজর আলী পলাতক। এ ঘটনার সঙ্গে তিনি জড়িত বলে ধারণা করা হচ্ছে। তাঁকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।