‘স্টাইল’ করে চুল কাটানোয় কিশোরকে ন্যাড়া করে মারধর
ঝালকাঠির নলছিটি উপজেলায় হাল ফ্যাশনের ‘স্টাইলে’ চুল কাটানোয় এক কিশোরের মাথা ন্যাড়া করে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বাজারের একটি সেলুনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন কিশোরের বাবা।
অভিযুক্ত ব্যক্তির নাম মো. হায়দার হাওলাদার (৬০)। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাঁর ভাতিজা। ভুক্তভোগী কিশোরের বয়স ১৩ বছর। সে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র। তাঁর বাবা ইজিবাইকচালক।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, আজ সকালে ওই কিশোর একটি সেলুনে চুল কাটানোর জন্য যায়। সেখানে সে চুলে হাল ফ্যাশনের কাটিং দেয়। চুলের কাটিং দেখে ক্ষিপ্ত হন সেলুনে উপস্থিত হায়দার হাওলাদার। পরে সেলুনের ট্রিমার দিয়ে তিনি কিশোরের মাথা ন্যাড়া করে দেন। কিশোর এর প্রতিবাদ করলে হায়দার হাওলাদার তাকে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন।
কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলের চুলের কাটিং ভালো না লাগলে তিনি আমার কাছে জানাতে পারতেন। কিন্তু হায়দার হওলাদার চেয়ারম্যানের প্রভাব দেখিয়ে নিজেই আমার ছেলের মাথা ন্যাড়া করে মারধর করে বাড়িতে পাঠিয়ে দেন। আমি এর বিচার চাই।’
অভিযুক্ত হায়দার হাওলাদার বলেন, ‘কিশোর ছেলেটি উগ্র স্টাইলে চুল কাটানোয় মাথা ন্যাড়া করে দিয়ে একটু শাসন করেছি। ছেলেপেলেদের একটু শাসন না করলে ওরা নষ্ট হয়ে যাবে।’
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘এ ঘটনা প্রমাণিত হলে সঠিক বিচার করা হবে।’
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ঘটনার তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।