default-image

পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বেলায়েত হোসেনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে কয়েক শ মানুষকে ভূরিভোজ করানোর অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের কাঁচাবাজারে সমর্থকদের নিয়ে ভূরিভোজ করার পর বেলায়েত হোসেন উপজেলা পরিষদে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে বেলায়েত কয়েক শ সমর্থক নিয়ে মনোনয়নপত্র জমা দিতে উপজেলা সদরে যান। এরপর উপজেলার সদর বাজারের কাঁচাবাজারের টল সেটে তাঁদের খাওয়ার ব্যবস্থা করেন। এ সময় বেলায়েতের ছোট ভাই রুবেল হোসেন ডালু ফেসবুক লাইভের মাধ্যমে এই ভূরিভোজ পর্ব সম্প্রচার করেন। ভূরিভোজ শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বেলায়েত হোসেন।

বেলায়েতের ছোট ভাই রুবেল হোসেন ডালু ফেসবুক লাইভের মাধ্যমে এই ভূরিভোজ পর্ব সম্প্রচার করেন। ভূরিভোজ শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন বেলায়েত হোসেন।

এ বিষয়ে জানতে বেলায়েতের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর ছোট ভাই রুবেল হোসেন ডালু প্রথম আলোকে বলেন, ‘কিছু সমর্থক দুপুরে আমাদের সঙ্গে খেয়েছেন। এতে সমস্যা কী?’

নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, প্রার্থীদের বিরুদ্ধে কিছু অনিয়মের খবর পাওয়া গেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন