নাটোরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীকে দল থেকে অব্যাহতি
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটোর পৌর নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী সাজেদুল আলম খান চৌধুরীকে আওয়ামী লীগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস স্বাক্ষরিত এ–সংক্রান্ত চিঠি গতকাল মঙ্গলবার রাতে তাঁর কাছে পাঠানো হয়েছে।
চিঠির প্রতিক্রিয়ায় সাজেদুল আলম খান চৌধুরী বলেন, ‘বহিষ্কার করলেই কী, আর না করলেই কী! আমি দলের নাম ভাঙিয়ে খাই না। দলের ভাবমূর্তি রক্ষার জন্য অযোগ্য মেয়রের বিরুদ্ধে আমি প্রার্থী হয়েছি। ভোটে জিতলে দল আবারও আমাকে রেজল্যুশন করে ফিরিয়ে নেবে।’
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় আওয়ামী লীগ নাটোর পৌর নির্বাচনে উমা চৌধুরীকে নৌকার প্রার্থী মনোনীত করেছে। দলের সিদ্ধান্ত লঙ্ঘন করে একই পদে প্রার্থী হয়ে সাজেদুল আলম খান চৌধুরী দলীয় শৃঙ্খলা লঙ্ঘন করেছেন। এ কারণে তাঁকে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের নির্দেশে এই অব্যাহতিপত্র দেওয়া হয়েছে বলেও চিঠিতে জানানো হয়।