নাটোরে এক মন্দিরে প্রতিমা ভাঙচুর

নাটোর জেলার মানচিত্র

নাটোরের লালপুর উপজেলার জোতদৈবকী গ্রামের একটি মন্দিরের শীতলা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।

জোতদৈবকী গ্রামের শীতলা মন্দির কমিটি সূত্রে জানা যায়, গ্রামের এই মন্দিরে সারা বছরই শীতলা প্রতিমা রাখা থাকে। গতকাল সন্ধ্যায় পূজা শেষে সবাই মন্দির থেকে চলে যান। আজ সোমবার সকালে মন্দিরে গিয়ে দেখা যায় শীতলা প্রতিমা ভাঙচুর করা।

মন্দির কমিটির সদস্য দীপেন সাহা বলেন, এটা তাঁদের সামাজিক পূজামণ্ডপ। রাতে মন্দিরে কেউ থাকেন না। পাহারারও ব্যবস্থা নেই। দীর্ঘদিন ধরে এভাবেই চলে আসছে। কখনো এমন ঘটনা ঘটেনি। এই ঘটনার পর তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত চান। দায়ী ব্যক্তিদের শনাক্ত করে বিচার নিশ্চিত করারও দাবি জানান তিনি।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার এটা একটা অপচেষ্টা হতে পারে। তবে প্রশাসন এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।