নাটোরে চলন্ত ট্রাক থেকে চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু, গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

নাটোরে চলন্ত ট্রাক থেকে পণ্য চুরি করতে গিয়ে সড়কে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের সৈয়দের মোড়ে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ওই যুবকের নাম মো. জনি (২৩)। তিনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার সারদা পূর্ব বালিয়াডাঙ্গার মুনসুর আলীর ছেলে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় মো. নাজমুল হোসেন (২৪) ও মো. বর্ষণ আলী (২৩) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রাজশাহীর পুঠিয়া থেকে মরিচের গুঁড়া নিয়ে ট্রাকটি ঢাকায় যাচ্ছিল। এদিকে পুঠিয়া থেকে ওই তিন যুবক গোপনে ওই ট্রাকের পেছনে ওঠেন। চালকের অগোচরে তাঁরা ট্রাক থেকে মরিচের বস্তা রাস্তার পাশে ফেলে দেওয়ার চেষ্টা করছিলেন।

এ সময় সড়কের পাশে থাকা গাছের ডালের সঙ্গে ধাক্কা লেগে জনি ট্রাক থেকে সড়কের ওপর পড়ে গেলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ সময় ট্রাকে থাকা অন্য দুজন পালানোর চেষ্টা করলে স্থানীয় ব্যক্তিরা তাঁদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) সাদাত হোসেন বলেন, নিহত ও গ্রেপ্তার যুবকেরা পেশাদার চোর। তাঁরা চলন্ত ট্রাক থেকে পণ্য ফেলে দিয়ে চুরি করেন। নিহত হওয়ার ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহত ব্যক্তির লাশ স্বজনদের কাছে ফেরত দেওয়া হয়েছে। অন্য দুজনের বিরুদ্ধে চুরির মামলা হয়েছে।