default-image

নাটোরে একজন সিনিয়র স্টাফ নার্সসহ সাতজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁরা সবাই লালপুর উপজেলার বাসিন্দা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আজ বুধবার সকালে তাদের সবার বাড়ি লকডাউন করা হয়েছে।


জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবরেটরি থেকে গতকাল রাতে নাটোর জেলার আরও সাতজনের করোনা সংক্রমিত হওয়ার খবর জানানো হয়। যে নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাঁর স্বামীও কোভিড-১৯ রোগী ছিলেন। নমুনা দেওয়ার পর থেকে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাদের শরীরের তেমন জটিল উপসর্গ নেই বলে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে।


সিভিল সার্জন কাজী মিজানুর রহমান বলেন, নতুন সংক্রমিতদের বাড়ি লকডাউন করা হয়েছে। জেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা ১৭৪ জন বলে তিনি জানান।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0