নাটোরে বিএনপি নেতার ওপর হামলাকারীদের গ্রেপ্তারে তিন দিনের আলটিমেটাম

বিএনপি নেতা আব্দুল আজিজের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে জেলা বিএনপির সংবাদ সম্মেলন
ছবি: প্রথম আলো

নাটোরে বিএনপি নেতা আবদুল আজিজের (৬৫) ওপর হামলার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে পুলিশকে তিন দিনের আলটিমেটাম দিয়েছে জেলা বিএনপি। অন্যথায় হরতালসহ ধারাবাহিক কর্মসূচি দেওয়ার হুমকি দিয়েছেন সংগঠনটির নেতারা। আজ রোববার দুপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তাঁরা।

৪ ফেব্রুয়ারি বিকেলে গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নে জেলা বিএনপির সদস্য ও গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আবদুল আজিজের ওপর হামলা হয়। এ সময় হামলাকারীরা তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন। আবদুল আজিজ একবার গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান ও তিনবার ধারাবারিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ বলেন, গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আবদুল আজিজ নিজে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তবে তিনি ধারাবারিষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য হিসেবে নির্বাচিত মতিউর রহমানের পক্ষে প্রচারণায় অংশ নেন। এই আক্রোশে পরাজিত প্রার্থী আমিরুল ইসলামসহ তাঁর সমর্থকেরা তাঁকে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে তাঁর মাথা ও পায়ের রগ কেটে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে, পরে ঢাকার বিআরবি হসপিটালে ভর্তি করা হয়। এখন তিনি সেখানে চিকিৎসাধীন।

আবদুল আজিজের ওপর হামলাকারী ১০ জনের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় শনিবার রাতে মামলা করা হয়েছে জানিয়ে রহিম নেওয়াজ আরও বলেন, আজ বিকেল পর্যন্ত আসামিদের কাউকেই পুলিশ গ্রেপ্তার করেনি। আগামী বুধবারের মধ্যে সব আসামিকে গ্রেপ্তার না করা হলে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ সমাবেশ, হরতালসহ ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে হুঁশিয়ারি দেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম। এ সময় গুরুদাসপুর উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রথম আলোকে বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা নেওয়া হয়েছে। তদন্ত চলছে। মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে নেমেছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে কাউকেই ছাড় দেওয়া হবে না।