পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চাঁদ মিয়ার নাতি ইমরান হোসেন এবং রাজাপুর গ্রামের সুজন হোসেন ও মো. বাপ্পী সমবয়সী। তাঁরা একজন আরেকজনকে তুই বলে সম্বোধন করেন। এটা নিয়ে তাঁদের মধ্যে কথা–কাটাকাটি হয়। পরে বাপ্পী ও সুজন আরও কয়েকজনকে নিয়ে এসে ইমরানকে মারধর করেন। এ সময় নাতিকে বাঁচাতে গেলে চাঁদ মিয়াকেও কিল-ঘুষি মারতে থাকেন তাঁরা। এতে ঘটনাস্থলেই চাঁদ মিয়ার মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, কিল-ঘুষিতে বৃদ্ধ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশটি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।