নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন, পথে মাথায় পড়ল শাবল

জাহানারা বেগমের মৃত্যুতে স্বজনদের আহাজারি
ছবি: প্রথম আলো

নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছিলেন জাহানারা বেগম (৫২)। পথে নিমার্ণাধীন ১১ তলা ভবন থেকে একটি শাবল জাহানারার মাথায় পড়লে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের নবাব সলিমুল্লাহ সড়কের মিশনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম শহরের খানপুর কাজীপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ফুটবলার জাকির হোসেনের স্ত্রী। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নির্মাণাধীন ১১ তলা ভবনের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন জাহানারা বেগম। হঠাৎ ভবনের ওপর থেকে একটি শাবল তাঁর মাথার ওপর পড়ে। এতে তাঁর প্রচুর রক্তক্ষরণ শুরু হয়।

এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নিরাপত্তাবেষ্টনী ছাড়াই শুধু বাঁশের মাচা বেঁধে ওই ভবনে নির্মাণ কাজ করার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এদিকে ঘটনার পরপরই ওই ভবনের শ্রমিকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

নিহত জাহানারা বেগমের মামাতো ভাই জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তাবেষ্টনী ছাড়া কীভাবে একটি বহুতল ভবনের নির্মাণ কাজ চলে? যাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

খোঁজ নিয়ে জানা গেছে, নির্মাণাধীন ওই ভবনের জমির মালিকের নাম তোতা মিয়া। তাঁর জমিতে আমান মিয়ার মালিকানাধীন সানরাইজ হাউজিং লিমিটেড ১১ তলা আবাসিক ভবন নির্মাণের কাজ করছে। জাহানারা বেগম নিহতের অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত জমির মালিক তোতা মিয়া ও সানরাইজ হাউজিং লিমিটেডের মালিক আমানের মুঠোফোন নম্বরে একাধিবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের নম্বর বন্ধ পাওয়া যায়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ জামান প্রথম আলোকে বলেন, নিহত জাহানারার লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।