default-image

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুটি শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সম্পর্কে তারা খালাতো ভাই–বোন।

মারা যাওয়া শিশুরা হলো নাড়ুয়া মধ্যপাড়ার রাজমিস্ত্রি আবুল হাশেমের মেয়ে আয়েশা খাতুন (৫) ও বেগনাই মাছপাড়ার তাঁতশ্রমিক সেলিম সেখের ছেলে হানজেলা (৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, হানজেলা গতকাল বৃহস্পতিবার নানাবাড়ি নাড়ুয়া মধ্যপাড়ায় বেড়াতে আসে। আজ সকাল নয়টার দিকে খালাতো বোন আয়েশা খাতুনের সঙ্গে বাড়ি থেকে বের হয় হানজেলা। দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় নানাবাড়ির লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করেন। বাড়ির পাশের একটি জলাশয়ে ওই দুজনকে ভাসতে দেখেন স্বজনেরা। উদ্ধার করে রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মফিজুল ইসলাম বেলা দুইটার দিকে বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

শিশু দুটির আত্মীয় মেরাজুল ইসলাম বলেন, দুই ভাই-বোনের মধ্যে আয়েশা ছিল ছোট। আর হানজেলা ছিল মা–বাবার একমাত্র সন্তান। তাদের হারিয়ে পরিবার দুটিতে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন