নানির কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু
নানির কোলে চড়ে অটোরিকশায় করে সাত মাসের নাতনি আফরা এক স্বজনের বাড়িতে যাচ্ছিল। পথে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কোল থেকে ছিটকে পড়ে আফরার মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আফরার নানিসহ চারজন। বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আফরা সদর উপজেলার কালাইমারা এলাকার মো. জাহাঙ্গীর হোসেনের মেয়ে। আহত তার নানির নাম ফিরোজা বেগম (৫৫)। তিনি কালকিনি উপজেলার কালীগঞ্জ এলাকার ফিরোজ হাওলাদারের স্ত্রী।
আফরার বাবা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আফরাকে নিয়ে ওর নানি পাশের এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে আফরাকে কোলে নিয়ে কালকিনি উপজেলার কালীগঞ্জ থেকে অটোরিকশায় করে মাদারীপুর সদর উপজেলার তালতলার দিকে যাচ্ছিলেন তার নানি ফিরোজা বেগম। সদর উপজেলার মাদ্রা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নানির কোল থেকে ছিটকে পড়ে আফরাসহ পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আফরাকে মৃত ঘোষণা করেন। ফিরোজা বেগমসহ চারজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আল শাহরিয়ার শাকিল বলেন, মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলেই আফরার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত অন্যরা শঙ্কামুক্ত, তাঁদের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শী সাব্বির আহমেদ বলেন, সড়কে দুটি অটোরিকশা দ্রুতগতিতে চলছিল। মাদ্রা এলাকার মোড় ঘুরতে গিয়ে অটোরিকশা দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শিশুটি কোল থেকে ছিটকে সড়কে পড়ে যায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসরাম মিঞা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।