default-image

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বালুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। আজ রোববার ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চণ্ডীপাশা মহল্লায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জগামী একটি ট্রাক সকাল ছয়টার দিকে নান্দাইলের চণ্ডীপাশা মহল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা দেয়। পরে ট্রাকটি উল্টে যায়। দুর্ঘটনার সময় চালকের সহকারী মো. ইমরান লাফিয়ে প্রাণে রক্ষা পান। এ সময় তিনি অচেতন হয়ে পড়েন। এলাকার লোকজন এসে তাঁকে উদ্ধার করে। পরে জ্ঞান ফিরে পেলে ইমরানের কথামতো বালু সরিয়ে চালকের মৃতদেহ পাওয়া যায়। নিহত চালকের নাম আজহারুল ইসলাম। তিনি ট্রাকেরও মালিক। তাঁদের দুজনের বাড়ি কিশোরগঞ্জের একরামপুর এলাকায়। খবর পেয়ে পরিবারের লোকজন আজহারুলের মরদেহ বাড়িতে নিয়ে যায়।

এদিকে চণ্ডীপাশা মহল্লার ওই দুর্ঘটনার প্রায় আধা ঘণ্টা পর ৫০০ গজ দূরে ডাংরি এলাকায় আরেকটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছে ধাক্কা লাগে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে নান্দাইল হাইওয়ে পুলিশ সূত্র।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান মুঠোফোনে জানান, চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন