default-image

নারায়ণগঞ্জ জেলার কিছু এলাকায় আগামীকাল সোমবার আট ঘণ্টা গ্যাস থাকবে না। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অর্থায়নে মণ্ডলপাড়া ব্রিজ পুনর্নির্মাণের জন্য ব্রিজের অভ্যন্তরে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর করা হবে। এ জন্য আগামীকাল সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা আর কে দাশ রোড, বাবুরটিলা ব্রিজ থেকে পাইকপাড়া পর্যন্ত, শাহসুজা রোড, শীতলক্ষ্যা, নিতাইগঞ্জ, তিতুমীর রোড, সুলতান গিয়াস উদ্দিন রোড, গোগনগর, সৈয়দপুর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া একই সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ২ নম্বর রেলগেটের দক্ষিণের এলাকার সব শ্রেণির শিল্প, বাণিজ্যিক, সিএনজি স্টেশন ও আবাসিক গ্রাহকের।

এই সাময়িক অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।

বিজ্ঞাপন
মন্তব্য পড়ুন 0