default-image

নারায়ণগঞ্জে করোনাভাইরাসের সংক্রমণে ২৪ ঘণ্টায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯–এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৫৩৯। আর মৃতের সংখ্যা বেড়ে হলো ১২১। আজ শনিবার জেলা সিভিল কার্যালয় এ তথ্য জানিয়েছে।

জেলা করোনাবিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, কোভিডে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই ব্যক্তি রয়স ৬০ বছর। তাঁর বাড়ি শহরের দেওভোগ এলাকায়। এ ছাড়া নতুন করে আরও ৩৭ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নতুন ৩৭ জন করোনায় সংক্রমিত হয়ে জেলায় কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৫ হাজার ৫৩৯। এর মধ্যে দুই চিকিৎসক, একজন স্টাফ নার্স, জেলা প্রশাসনের এক কর্মচারীসহ ১২১ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন
জেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন