নারায়ণগঞ্জে কোভিডে নারীর মৃত্যু

কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের এক নারীর (৬০) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ১৬ জনের।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন জেলা করোনাভাইরাস–বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম। প্রথম আলোকে তিনি জানান, গতকাল মারা যাওয়া ওই নারীর বাড়ি সদর উপজেলার পূর্ব ইসদাইর এলাকায়।

এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে দুই চিকিৎসকসহ ১৩৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৬। আক্রান্ত হওয়ার পর আইসোলেশনে চিকিৎসা নিয়ে মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৯৮২ জন। জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৭ হাজার ৩৩৭ জনের।

আজ শুক্রবার দুপুরে সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, নতুন শনাক্ত ১৬ জনের মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় পাঁচজন, বন্দর উপজেলায় একজন, রূপগঞ্জে চারজন, সদরে চারজন এবং সোনারগাঁও উপজেলায় দুজন রয়েছে। আড়াইহাজার উপজেলায় এদিন কেউ শনাক্ত হননি।


দেশে গত ৮ মার্চ প্রথম তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়। এর মধ্যে দুজন ছিলেন নারায়ণগঞ্জের।