নারায়ণগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

আটক
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে মমতাজ বেগম (৪৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বজনদের দাবি, মমতাজের স্বামী তাঁকে হত্যা করেছেন। আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে উপজেলার এনায়েত নগর ইউনিয়নের শাশ্মনগাঁ এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত মমতাজের স্বামী আতাউর রহমানকে (৩৮) আটক করেছে পুলিশ। নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত মমতাজ বেগম নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েত নগর ইউনিয়নের শাশ্মনগাঁ এলাকার বশির উদ্দিনের মেয়ে। তাঁর স্বামী আতাউর রহমানের বাড়ি রংপুরের কোতোয়ালি থানার শেখপাড়া এলাকায়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) রাশেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ঘরের মেঝে থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

নিহত মমতাজের চাচাতো ভাই আল মামুন বলেন, ১০ বছর আগে প্রেম করে মমতাজকে বিয়ে করেন আতাউর। বিয়ের পর থেকে বাবার বাড়িতে স্বামীকে নিয়ে বসবাস করতেন মমতাজ। টাকার প্রয়োজন হলেই মমতাজের সঙ্গে আতাউরের ঝগড়া হতো। গতকাল রোববার রাতেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। সকালে মমতাজকে হত্যা করে বাড়ি থেকে বেড়িয়ে যান আতাউর।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে ওই গৃহবধূকে মাথায় আঘাত করে অথবা শ্বাসরোধে হত্যা করা হয়েছে। অভিযুক্ত আতাউরকে আটক করা হয়েছে। আতাউর কোনো কাজ করতেন না। এর আগেও তিনি কয়েক দফায় যৌতুকের টাকা নিয়েছেন। জমি নিজের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন মমতাজকে। এরই জেরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।