নারায়ণগঞ্জে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামে ওই বৃদ্ধার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
নিহত ওই বৃদ্ধার নাম নুরুন নাহার (৭৫)। তিনি ওই গ্রামের মৃত মোবারক হোসেনের স্ত্রী। নুরুন নাহারের সম্পত্তি নিয়ে তাঁর পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ চলছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, ওই বৃদ্ধার গলায় ও হাতে গুরুতর আঘাতের চিহ্ন আছে। লাশ উদ্ধারের পর আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ওই বৃদ্ধার ছেলে–মেয়েদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। আজ বেলা ১১টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। তবে হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ শুরু করেছে।