নালিতাবাড়ীতে ইজিবাইকের চাপায় শিশু নিহত
শেরপুরের নালিতাবাড়ীতে ইজিবাইকের চাপায় আলমিনা নামের চার বছরের একটি শিশু নিহত হয়েছে। আজ বুধবার বেলা তিনটার দিকে উপজেলার গাগলাজানি তালতলা এলাকায় নালিতাবাড়ী-শেরপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমিনা উপজেলার গাগলাজানি গ্রামের আলম মিয়ার মেয়ে। ঘটনার সময় সে তার নানির সঙ্গে বাড়িতে ফিরছিল।
শিশুটির নানির ডাক-চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে দেখেন, শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে।
পুলিশ ও নিহত শিশুর পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেলে আলম মিয়ার শাশুড়ির সঙ্গে তাঁর শিশুকন্যা আলমিনা নিজের বাড়িতে ফিরছিল। এ সময় শেরপুর থেকে আসা নালিতাবাড়ীগামী একটি ইজিবাইক পেছন থেকে শিশুটিকে চাপা দেয়। ঘটনার পর চালক ইজিবাইকটি রেখে পালিয়ে গেছেন। পরে শিশুটির নানির ডাক-চিৎকারে স্থানীয় ব্যক্তিরা ছুটে এসে দেখেন, শিশুটি ঘটনাস্থলেই মারা গেছে। শিশুটির লাশ উদ্ধার করে তাঁরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে ইজিবাইকটি জব্দ করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।