নিরবচ্ছিন্ন গ্যাসের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সরব নারীরা

ব্রাহ্মণবাড়িয়া জেলার মানচিত্র

বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং নতুন করে বৈধ গ্যাস–সংযোগ প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন নারীরা। আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সদর জেলা শহরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

সদর উপজেলা পরিষদের সাবেক নারী ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানমের উদ্যোগে এ কর্মসূচিতে নারীদের পাশাপাশি সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। তাঁর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন ও সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহ্বায়ক নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, জেলা যুব মহিলা লীগের সহসভাপতি তাহমিনা আক্তার পান্না, ইউপি সদস্য মহসিন খন্দকার প্রমুখ।

বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে সরবরাহ করা হচ্ছে। অথচ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না। দিনের বেশির ভাগ সময় গ্যাসের চাপ থাকছে না। তা ছাড়া দীর্ঘদিন ধরে বাসাবাড়িতে নতুন গ্যাস–সংযোগ প্রদান বন্ধ আছে। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে নারীদের। দ্রুত সময়ের মধ্যে বাসাবাড়িতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি অবৈধ গ্যাস–সংযোগ বিচ্ছিন্ন করে নতুন করে বাসাবাড়িতে বৈধ গ্যাস–সংযোগ প্রদানের দাবিও জানানো হয়।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন নারীরা। মিছিলটি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে থেকে বের হয়ে ঘাটুরা বাইপাস মোড়ে গিয়ে শেষ হয়।