নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল নানা ষড়যন্ত্রে লিপ্ত: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে রোববার দুপুরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক
ছবি: প্রথম আলো

কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দুই বছর পর নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে বিরোধী দল নানা ষড়যন্ত্রে লিপ্ত। তারা নানা ধরনের মিথ্যাচার করছে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার জন্য রাজনৈতিকভাবে আমাদের প্রস্তুত হতে হবে।’

আজ রোববার দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, করোনা মহামারির কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে। কিন্তু এ নিয়ে দেশে এমন কোনো কিছু তৈরি হয়নি যে দ্রব্যমূল্য নিয়ে দেশে হাহাকার পড়ে যাবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা মানুষের দুঃখ-কষ্টে সব সময় তাদের পাশে ছিলেন। আজ আমরা টিসিবির মাধ্যমে দেশের এক কোটি মানুষকে স্বল্প মূল্যে জিনিসপত্র দিচ্ছি। আমাদের এ ধারা অব্যাহত থাকবে। দেশে কোনো হাহাকার হবে না, তারা কোনো অরাজকতা সৃষ্টি করতে পারবে না। আমরা খুব সচেতন। প্রয়োজনে আরও খাদ্য ও অন্যান্য সাহায্য নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াব।’

কৃষিমন্ত্রী বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করবে। আওয়ামী লীগের দায়িত্ব নির্বাচন কমিশনকে সহযোগিতা করা। যারা দেশ নিয়ে ষড়যন্ত্র করতে চায়, দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সাবেক সাংসদ মনোয়ারা বেগমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ সাফিয়া খাতুন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান, সাধারণ সম্পাদক ও সাংসদ জোয়াহেরুল ইসলাম, সাংসদ ছানোয়ার হোসেন, সাংসদ তানভীর হাসান।